ইসলামাবাদ, ০১ নভেম্বর - বল টেম্পারিংয়ের অভিযোগে ম্যাচ ফির ৫০ ভাগ জরিমানা করা হয়েছে পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদকে। তবে কোনো আন্তর্জাতিক ম্যাচে নয়, ঘরোয়া ক্রিকেটে সেন্ট্রাল পাঞ্জাবের নেতৃত্ব দেয়ার সময় এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। কায়েদ-ই-আজম ট্রফিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আচরণবিধি ভঙ্গের দায়ে তিরস্কৃত হয়েছেন সেন্ট্রাল পাঞ্জাব দলে শেহজাদের সতীর্থ আজহার আলিও। একইভাবে তিরস্কার জানানো হয়েছে প্রতিপক্ষ দল সিন্ধের পেসার সোহেল খানকে। পাঞ্জাব ও সিন্ধের এই ম্যাচটি বৃহস্পতিবার ড্রয়ে শেষ হয়েছে। শেহজাদ দোষী হয়েছেন, ম্যাচ চলার সময় বলের আকৃতি পরিবর্তনের অভিযোগে। যেটা পিসিবির আচরণবিধি লেভেল ওয়ান ভঙ্গের অপরাধ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সিন্ধের প্রথম ইনিংসের ১৭তম ওভারে। স্বাভাবিক পর্যবেক্ষণের সময় অন ফিল্ড আম্পায়ার মোহাম্মদ আসিফ এবং জামির আহমেদ বলের আকৃতির পরিবর্তন দেখতে পান। পরে তারা বিষয়টি ম্যাচ রেফারি নাদিম আরশাদকে অবহিত করেন। শেহজাদ অবশ্য নিজেকে নির্দোষ দাবি করেন। তবে পরে শুনানিতে তাকে দোষী হিসেবে অভিযুক্ত করা হয়। এদিকে, ভিন্ন দুই ঘটনায় আজহার আলি আর সোহেল খানকে তিরস্কার করেছে পিসিবি। আজহার ম্যাচের সময় অযথা ভিন্ন জায়গায় থ্রো করেছেন আর সোহেল অভিযুক্ত হয়েছেন অকারণে সময়ক্ষেপন করে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০১ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2oCCXlj
November 01, 2019 at 04:40PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন