ইন্দোর, ০৭ জানুয়ারি- গুয়াহাটিতে বৃষ্টিতে ভেসে গিয়েছিল সিরিজের প্রথম টি-টোয়েন্টি। খেলা সম্ভব হয়নি একটিও বল। আজ (মঙ্গলবার) ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে ভারত ও শ্রীলঙ্কা। যেখানে আগে ব্যাট করে খুব একটা সুবিধা করতে পারেনি সফরকারীরা। দুই ভারতীয় পেসার শার্দুল ঠাকুর ও নভদ্বীপ সাইনির তোপে শ্রীলঙ্কার ইনিংস থেমেছে ৯ উইকেটে ১৪২ রানে। জয়ের জন্য ১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির আমন্ত্রণে টস হেরে ব্যাট করতে নেমেছিল শ্রীলঙ্কা। দুই ওপেনার আভিশকা ফার্নান্দো এবং দানুশকা গুনাথিলাকা রয়েসয়ে ইতিবাচক সূচনাই করেছিলেন। তিনে নামা কুশল পেরেরাও করেন সাধ্যমত ব্যাটিং। কিন্তু হতাশ করেন পরের ব্যাটসম্যানরা। যার ফলে প্রত্যাশিত সংগ্রহ দাঁড় করাতে পারেনি লঙ্কানরা। আভিশকা ১৬ বলে ২২, গুনাথিলাকা ২১ বলে ২০ ও কুশল করেন ২৮ বলে ৩৪ রান। গতির ঝড় তুলে ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ২ উইকেট নেন সাইনি। ঠাকুরের ৪ ওভারে খরচ হয় ২৩ রান, শিকার করেন ৩টি উইকেট। এছাড়া কুলদ্বীপ যাদভও নেন ২ উইকেট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪৩ রানের লক্ষ্যে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান করে ফেলেছে ভারত। শিখর ধাওয়ান ১৪ বলে ১৪ ও লোকেশ রাহুল ২২ বলে ৩৮ রান করে অপরাজিত রয়েছেন। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/০৭ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ujY6mD
January 07, 2020 at 06:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top