ঢাকা, ১৪ জানুয়ারি- শূন্য দশকের অন্যতম জনপ্রিয় গান লাল শাড়ি পরিয়া কন্যা। রেজাউল হোসেনের কথায় এর সুরকার ও কণ্ঠশিল্পী সোহাগ। ২০০৫ সালে বিচ্ছেদী ঘরানার এই গানটি প্রকাশ পেয়েছিল সোহাগের একক রক্ত আলতা পায় অ্যালবামে। সোহাগ জানান, তখন অ্যালবামটি (ফিতা ক্যাসেট) বিক্রি হয়েছে ৩০ লাখের মতো! যা পুরো অডিও ইন্ডাস্ট্রিকে চমকে দিয়েছিল। ১৫ বছর পর প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির উদ্যোগে সেই গানটি নতুন আবহে আবারও আসছে শ্রোতা-দর্শকদের কাছে। এবার আর অডিও নয়, সঙ্গে রয়েছে ভিডিও। গানটির মূল কথা-সুর ঠিক রেখে নতুন সংগীতায়োজন করেছেন আলভী। আর গানের কথার সূত্র ধরে এর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন তারেক ও আরিয়ানা। সঙ্গে শিল্পী হিসেবে উপস্থিতি রয়েছে শিল্পী সোহাগেরও। সোহাগ এ প্রতিবেদককে বলেন, মূলত এই গানটি গেয়েই ১৫ বছর আগে আমি সুপারহিট হই। মঞ্চে উঠলে গানটির জন্য এখনও প্রচুর অনুরোধ পাই। নতুন করে আবারও প্রকাশ পাচ্ছে গানটি। বেশ বড় বাজেটের ভিডিও হয়েছে। গানটিকে নতুন করে প্রাণ দেওয়ার জন্য সিএমভির কাছে কৃতজ্ঞ। আমার বিশ্বাস গানটি এবার আরও বেশি হিট হবে। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, চলতি মাসের শেষ দিকে গানচিত্রটি প্রকাশ পাচ্ছে সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ দেশের বিভিন্ন মুঠোফোন প্রতিষ্ঠানের অ্যাপ ও অনলাইন স্ট্রিমিং সাইটগুলোতে। প্রসঙ্গত, শূন্য দশকে (২০০০-২০১০ সাল) সোহাগ আরও আলোচনায় আসেন আইয়ুব বাচ্চু, হাসান কিংবা শাফিন আহমেদের মতো রক তারকাদের সঙ্গে দ্বৈত অ্যালবাম প্রকাশের মাধ্যমে। আর/০৮:১৪/১৪ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/35Si59h
January 14, 2020 at 09:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top