ঢাকা, ০৮ ফেব্রুয়ারি - মুজিব বর্ষ উপলক্ষ্যে চলছে মহাযজ্ঞ। তারই অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরী হচ্ছে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় বিগ বাজেটের ছবি বঙ্গবন্ধু। নির্মাণ করছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। ছবি সংশ্লিষ্টরা জানিয়েছেন, ছবির কাস্টিং চূড়ান্ত হয়ে যাওয়ার পরই শুরু হবে শুটিং। ছবির লোকেশনও চূড়ান্ত। তবে সবার আগ্রহ ছবির কাস্টিং নিয়ে। বিশাল ব্যাপ্তীর বঙ্গবন্ধু ছবিতে কে কোন চরিত্রে অভিনয় করছেন, এটা জানতে মুখিয়ে আছেন দর্শক। বাংলাদেশ অংশের কাস্টিং ডিরেক্টর হিসেবে দায়িত্বে আছেন বাহারউদ্দিন খেলন। সবকিছু চূড়ান্ত না হওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে কিছুই খোলাসা করতে রাজি নন তিনি। শুধু এটুকু জানিয়েছেন, বঙ্গবন্ধুর অডিশন পর্ব প্রায় শেষের পথে। ১১ ফেব্রুয়ারির পর জানা যাবে কে কোন চরিত্রের জন্য মনোনীত হয়েছেন। ছবিতে বাংলাদেশ ও ভারতের অনেক জনপ্রিয় মুখদেরও দেখা যাবে। যদিও এরইমধ্যে শোনা যাচ্ছে, বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে অভিনয় করবেন দিলারা জামান এবং বাবার চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে খাইরুল আলম সবুজকে। এছাড়া হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে তৌকীর আহমেদকে। সর্বশেষ শোনা গেছে, বঙ্গবন্ধু ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র খন্দকার মোশতাক-এর জন্য মনোনীত করা হয়েছে সময়ের আলোচিত অভিনেতা ফজলুর রহমান বাবুকে। তবে এ বিষয়ে কাস্টিং ডিরেক্টরের পক্ষ থেকে এখনই চরিত্র সম্পর্কে না জানাতে অনুরোধ করা হয়েছে বঙ্গবন্ধুর জন্য চূড়ান্ত হওয়া অভিনেতা-অভিনেত্রীদের। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন বাবু। বললেন, বঙ্গবন্ধু ছবির জন্য আমাকে চূড়ান্ত করা হয়েছে। আমি এই ছবিতে অভিনয় করতে যাচ্ছি। আমার পোশাকের মাপ জোখও নেয়া হয়েছে। তবে কোন চরিত্রের জন্য এটা আপাতত আমাদের গোপন রাখতে বলা হয়েছে। হয়তো অফিশিয়ালি তারা ঘোষণা করবেন। খন্দকার মোশতাক চরিত্রেই যে অভিনয় করছেন বাবু, সেটা প্রায় নিশ্চিত। এই চরিত্রটিকে কীভাবে দেখেন তিনি? এমন প্রশ্নে বাবু বলেন, খন্দকার মোশতাক চরিত্রটির জন্য জন্য মানুষের ঘৃণা আছে। চরিত্রটিই এরকম। আমি যদি এই চরিত্রটি করি, এটা হবে আমার জন্য অনেক চ্যালেঞ্জিং একটি বিষয়। যেহেতু এই চরিত্রটি প্রথম থেকেই দর্শকের কাছে ঘৃণার পাত্র, তাই এটিকে বিল্ডআপ করা একটু কঠিন। কারণ এই চরিত্রের পরিণতি আমরা সবাই জানি। আর যেই চরিত্রের পরিণতি সবাই আগে থেকেই জানে, সেটি নিঃসন্দেহে অনেক চ্যালেঞ্জিং। নিজে এই চরিত্রটিকে ঘৃণা করলেও পর্দায় ঠিকঠাক তুলে ধরতে নিজের সর্বোচ্চ সামর্থ দিয়ে চেষ্টা করবেন বলে জানান তুখোড় এই অভিনেতা। বললেন, আমি নিজেও এই চরিত্রটিকে ঘৃণা করি। কিন্তু যেহেতু আমি একজন অভিনেতা, আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে চরিত্রটি ফুটিয়ে তুলতে। অভিনয়ের সময় এই চরিত্রের মনস্তত্ব বোঝার চেষ্টা করবো। বঙ্গবন্ধু চলচ্চিত্রটি ছাড়াও সামনে আরো কিছু চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন ফজলুর রহমান বাবু। এরমধ্যে শিশু একাডেমির একটি ফিচার ফিল্ম শুরু করার কথা শিগগির। এছাড়াও কয়েকটি ছবির শুটিং অর্ধেক করে রেখেছেন। এরমধ্যে মুক্তির প্রতীক্ষায় আছে নোনা জলের কাব্য, পাপপূণ্য এবং বিশ্ব সুন্দরীর মতো ছবি। ডকুমেন্টারি, ডকুফিকশন নির্মাণেই সিদ্ধহস্ত ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। এরআগে মহাত্মা গান্ধী, জহুরলাল নেহেরু, সত্যজিৎ রায়ের মতো মানুষদের নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন তিনি। সুভাষ চন্দ্র বসুকে নিয়ে নির্মাণ করেছেন জীবনী নির্ভর ফিচার ফিল্ম বোস: দ্য ফরগটেন হিরো। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছিল প্রায় দুবছর আগে। সেখানে বঙ্গবন্ধুর ওপর যৌথভাবে চলচ্চিত্র এবং ডকুমেন্টারি তৈরির কথা ছিল। চলচ্চিত্রটি নির্মাণের জন্য বাংলাদেশের প্রতিনিধি দল গেল বছরের জুলাই মাসে ভারত সফর করেন। আর এরপরেই বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের খবরটি সামনে আসে। এন এইচ, ০৮ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/37fpMXT
February 08, 2020 at 03:27PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন