করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মার্কিন অভিনেতা মার্ক বাম। ৬৯ বছর বয়সে সবাইকে ছেড়ে চিরবিদায় নিলেন তিনি। মার্কের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী জেনেট জারিস। মার্কের স্ত্রী বলেন, আমার স্বামী মারা গেছেন ২৫ মার্চ। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছিলেন। নিউ ইয়র্ক-প্রেসবাইটেরিয়ান হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মঞ্চ অভিনেতা হিসেবেই বেশি পরিচিত ছিলেন মার্ক। তবে ডেসপারেটলি সিকিং সুজান, ক্রোকোডাইল ড্যান্ডী সহ বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন। সম্প্রতি এইচবিও চ্যানেলের সাকসেশন, নেটফ্লিক্সের ইউ এবং অ্যামাজনের মোজার্ট ইন দ্য জঙ্গল সিরিজে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। এছাড়া স্ক্রিন অ্যাকটর গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট সংঘের বোর্ড সদস্য ছিলেন মার্ক বাম। এই সংঘের নির্বাহী সহ-সভাপতি রেবেকা ড্যামন টুইটারে লিখেছেন, আমাদের বন্ধু ও বোর্ডের সাবেক সদস্য মার্ক বাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি স্ক্রিন অ্যাকটর গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট সংঘের একজন নিবেদিত বোর্ড সদস্য ছিলেন। ২০০৭-২০১৩ সাল পর্যন্ত তিনি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। যারা তার সঙ্গে সময় কাটিয়েছেন তারা জানেন কেমন মুগ্ধ করে রাখতে পারতেন তিনি। এন এইচ, ২৮ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JjyRoG
March 28, 2020 at 04:44AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top