কলকাতা, ২২ মার্চ- করোনা সতর্কতায় নিজেদের সমস্ত সাংসদকে দিল্লি থেকে নিজেদের লোকসভা কেন্দ্রে ফেরার নির্দেশ দিল তৃণমূল। একইসঙ্গে রবিবার লোকসভা ও রাজ্যসভার সচিবালয়কে চিঠি লিখে বাংলার শাসকদল আর্জি জানিয়েছে, ২৩ মার্চ সোমবার থেকে সংসদের অধিবেশন আপাতত বন্ধ করে দেওয়া হোক। দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বেড়েছে মৃত্যুও। কার্যত স্তব্ধ হওয়ার পথে দেশ। সোমবার বিকেলে পাঁচটা থেকে পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে আর কোনও ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন সংবাদমাধ্যমে বলেছেন, প্রধানমন্ত্রী নিজে বলছেন একসঙ্গে অনেককে জড়ো না হতে। লোকসভা, রাজ্যসভায় এত জন সাংসদ, এত কর্মী রয়েছেন। এই পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সংসদের অধিবেশন বন্ধ করে দেওয়া উচিত। তিনি আরও বলেন, ৬৫ বছরের বেশি বয়সের মানুষদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী। লোকসভার ২২ শতাংশ ও রাজ্যসভার ৪৪ শতাংশ সাংসদের বয়স ৬৫ বছর বা তার বেশি। তাঁর দাবি, তৃণমূলের পক্ষ থেকে গত ১০দিন ধরে সংসদ অধিবেশন বন্ধ করার কথা বলা হচ্ছে। রবিবার সকালে কেন্দ্রের ক্যাবিনেট সচিব প্রধানমন্ত্রীর সচিবালয়ের প্রিন্সিপাল সেক্রেটারি সব রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই স্থির হয়েছে, দেশের যে ৭৫টি জেলা থেকে কোভিড-১৯ আক্রান্তের খবর এসেছে সেখানে অবিলম্বে শুধু জরুরি পরিষেবা চালু রেখে সব বন্ধ করে দেওয়া হোক। সুত্র : কলকাতা ২৪x৭ এম এন / ২২ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2UG0HRF
March 22, 2020 at 04:18PM
22 Mar 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top