মুম্বাই, ৩০ এপ্রিল - বলিউড আকাশের এক উজ্বল নক্ষত্র ছিলেন ইরফান খান। হঠাৎ করে তার ঝরে পড়া যেনো মেনে নিতে পারছেন না কেউ। বলিউডে অলিগলি জুড়ে কেবল শোকের ছায়া। বুধবার (২৯ এপ্রিল) সকালে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে মারা গেলেন ইরফান খান। গুণী এই অভিনেতার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে মূহুর্তেই। ফেসবুক ও টুইটার ভরে গেছে শোক বার্তায়। ভারত জুড়ে করোনাভাইরাসের জন্য লক ডাউনের কারণে ইরফানকে না দেখতে আসতে পারার কষ্ট বুকে নিয়ে শোক জানাচ্ছেন সবাই। ইরফানের প্রতি শোক জানিয়ে প্রিয়বন্ধু পিকু ছবির পরিচালক সুজিত সরকার টুইটে লিখেছেন , আমার খুব কাছের বন্ধু, ইরফান। তুমি লড়ে গিয়েছে, লড়েই গিয়েছ। তোমাকে নিয়ে আমি সবসময় গর্ববোধ করি। আমাদের আবার দেখা হবে। সুতপা ও ছেলেদের জানাই সমবেদনা। সুতপা তুমিও লড়াইটা চালিয়ে গিয়েছ। এখনও যাচ্ছ। তোমাকে সালাম, ইরফান। পিকু ছবিতে বলিউডের এই ইরফানে সহশিল্পী ছিলেন অমিতাভ বচ্চন। তিনি লিখেছেন, মাত্র জানতে পারলাম ইরফান খান আর নেই। খুবই বাজে একটি খবর। অসাধারণ প্রতিভাবান একজন তারকা। সেই সঙ্গে দারুণ সহকর্মী। খুব জলদি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। প্রার্থনা ও দোআ রইলো। ঐশ্বরিয়া রাই বচ্চন শোক প্রকাশ করে লিখেছেন, তুমি আমাদের অনেকের অনুপ্রেরণা। সত্যি তোমাকে খুব মিস করবো কুমার শানু লিখেছেন, অসাধারণ একজন অভিনেতার চলে যাওয়া। সংগীতশিল্পী হিমেশ রেশমিয়া লিখেছেন আপনাকে মিস করবো ইরফান ভাই। অভিনেতা অজয় দেবগন লিখেছেন, ইরফানের অসময়ে চলে যাওয়ার খবরে কষ্ট পেয়েছি। এটি ভারতীয় সিনেমার জন্য অপূরণীয় ক্ষতি। তার স্ত্রী ও পুত্রের প্রতি সমবেদনা। শান্তিতে ঘুমান ইরফান। নির্মাতা করন জোহর শোক জানিয়ে লিখেছেন, অসাধারণ সব স্মরণীয় সিনেমার জন্য ধন্যবাদ। শিল্পীদের অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। আমাদের সিনেমাকে সমৃদ্ধ করার জন্য ধন্যবাদ। আপনাকে মনে পড়বে ইরফান, তবে আমাদের জীবন ও সিনেমায় আপনার উপস্থিতির জন্য আমরা চিরকৃতজ্ঞ। আপনাকে স্যালুট। অভিনেত্রী সোনম কাপুর ইরফান খানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লিখেছেন, শান্তিতে ঘুমান ইরফান খান। আপনি জানেন না যখন আমার আত্মবিশ্বাসে ঘাটতি ছিল আপনার দয়ালু আচরণ আমার জন্য কতটা মূল্যবান ছিল। অভিনেত্রী আনুশকা শর্মা টুইট বার্তায় ইরফানকে কিংবদন্তি অভিনেতা উল্লেখ করে লিখেছেন, অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই টুইট পোস্ট করছি। তার পারফরম্যান্স আমাকে অনেক অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি লড়াই করেছেন কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের ছেড়ে গেলেন। শান্তিতে ঘুমান ইরফান। ওম শান্তি। এছাড়াও শোক প্রকাশ করেছেন সুনিল শেঠি, অনিল কাপুর, কাজল, পরিণীতি চোপড়া, তাপসী পান্নু, , হানি সিং, জিৎ, প্রিয়াঙ্কা সরকার, পাওলি দাম, ঋতুপর্ণা সেনগুপ্ত, টনি কাক্কার প্রমুখ। এন এইচ, ৩০ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3aSBklo
April 30, 2020 at 06:58AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top