মুম্বাই, ২৫ এপ্রিল - লকডাউনের শুরু থেকেই তিনি ঘরবন্দী হয়ে আছেন। ইনস্টাগ্রামে নিজের বাড়িতে থাকার ও বিভিন্ন কাজ করার ছবি হামেশাই পোস্ট করছেন। নিজের নতুন হেয়ারস্টাইলও শেয়ার করেছেন সবার সঙ্গে।রান্না থেকে ঘর পরিস্কার, সবই করছেন। সেই নায়ক ভিকি কৌশল নাকি মুম্বাই পুলিশের হাতে আটক হয়েছেন। কারণ তিনি লকডাউন ভেঙে রাস্তায় নেমেছিলেন। সোশাল সাইটে ছড়িয়ে পড়েছে এমনই এক গুজব। এ গুজবের বিরুদ্ধে কড়া জবাব দিয়েছেন অভিনেতা। টুইট করে তিনি লেখেন, লকডাউন শুরু হওয়ার পর থেকে বাড়ির বাইরে পা রাখেননি তিনি। তাকে পুলিশের আটক করার খবরটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। সেই সঙ্গে তিনি এই ধরনের গুজব ছড়ানো থেকে জনগণকে বিরত থাকার জন্য অনুরোধও জানান। টুইটটি মুম্বাই পুলিশকে ট্যাগও করেন তিনি। এন এইচ, ২৫ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3aDzkNK
April 25, 2020 at 04:30AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top