ঢাকা, ১৪ এপ্রিল- বাংলা ১৪২৬ সাল বিদায় নিলো, এলো নতুন বছর। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ, বাংলা ১৪২৭ সালের প্রথম দিন। বাংলা নববর্ষের এই দিনে নানা রকম উৎসবে মেতে ওঠে বাঙালি। গান, কবিতা র্যালীতে মুখর হয়ে থাকে শহর। গ্রামে বসে বৈশাখী মেলা। করোনাভাইরাসের সংক্রমণে থেমে গেছে সব। এবার ঘরে বন্দি হয়ে পহেলা বৈশাখ কাটছে সবার। টেলিভিশনের পর্দায় প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমে এবার উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। তারাকারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা প্রকাশ করছেন বৈশাখ উপলক্ষে। তেমনই বৈশাখ উপলক্ষেএকটি ভিডিও প্রকাশ করেছেন মাহি। এতেও করোনা নিয়ে মানুষতে সচেতন করেছেন তিনি। মাহিয়া মাহি বলেন, শুভ নববর্ষ। আমাদের পরিবার, সমাজ দেশ একটাই। পৃথিবী একটাই। আমাদের জীবনও একটাই। আমরা এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এই লড়াইয়ে জিততে হলে আমাদের ঘরে থাকতে হবে, ঘর থেকে বের হওয়া চলবে না। এই নতুন বছরে আমাদের সকলের একটাই চাওয়া। সমস্ত জরা জির্ণতা ধুয়ে মুঝে সাফ হয়ে যাক। আমরা একটা করোনা ভাইরাস মুক্ত নতুন পৃথিবী পাবো। আসুন আমরা ঘরেই উৎসব করি ও স্বাস্থ্যবিধি মেনে চলি। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছ। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আর/০৮:১৪/১৪ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2XKd6an
April 14, 2020 at 08:59AM
14 Apr 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top