ঢাকা, ১১ এপ্রিল - কবি মৃদুল উদাসিন স্বভাবের মানুষ। সবাই বলা বলি করে অন্য কবিদের থেকে একটু বেশিই উদাসিন মৃদুল। সে কখন খায়, কখন ঘুমায় নিজেও জানে না। চিন্তা করতে করতে সে হাঁটতে থাকে। কখন যে সে টি এস সির মোড় থেকে ফার্মগেট চলে আসে নিজেও বুঝতে পারে না। মুদুল ভাই ফার্মগেট কি করেন? কেউ এমন প্রশ্ন করলেন ওই ব্যক্তির উদ্দেশ্যে মৃদুল বলবে, আমি ফার্মগেট নাকি! এমনই এক কবির দেখা মিলবে মেগা ধারাবাহিক নাটকবাউন্ডুলেতে। বরজাহান হোসেন ও মৃত্যুঞ্জয় সরদার এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা ফরিদুল হাসান। নির্মাতা বলেন, বাউন্ডুলে মূলত মানুষের জীবনের গল্প। মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো এখানে একেক সময় একেকভাবে উপস্থাপন করা হয়েছে যা দর্শক হৃদয়ে রেখাপাত করবে। গল্পটির ভেতর যেমন রয়েছে হাস্যরস তেমন আছে জীবনের জয়গান। ধারাবাহি নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অহনা, চিত্রলেখা গুহ, এলেন শুভ্র, নাবিলা ইসলাম, সাজু খাদেম, গোলাম কিবরিয়া তানভীর, আনিকা কবির শখ, শামীম হাসান সরকার, তারিক স্বপন, তানিন তানহা, সিয়াম নাসির, আইরিন তানিন, কবির তিথী, উর্মিলা শ্রাবন্তী কর, তানিয়া বৃষ্টি, মারজুক রাসেল, প্রাণ রায়, কচি খন্দকার, সালমান মুক্তাদির, শিশির আহমেদ, কাজী রাজু, মাহমুদুল ইসলাম মিঠু, ফারুক আহমেদ, শামীম আহমেদ, সঞ্জীব আহমেদ, নুরে আলম নয়ন, জামিল হোসাইন, স্নেহা, প্রাণ সরওয়ার, রিফাত চৌধুরী প্রমুখ। ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত নাটকটি ৫ই এপ্রিল থেকে নাগরিক টিভিতে প্রচার শুরু হয়েছে। প্রতি রোববার থেকে বুধবার রাত সাড়ে ৯ টায় ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে। এন এইচ, ১১ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ySPaHl
April 11, 2020 at 04:04AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন