মুম্বাই, ০৫ মে - করোনাভাইরাসের আক্রন্তের সংখ্যা বেড়েই চলেছেন। এরই মধ্যে সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৮১ হাজার ৮৮৪জন। এর মধ্যে মারা গেছে ২ লাখ ৪৮ হাজারেরও বেশি মানুষ। ভারতে ৪২ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ হাজারেরও অধিম মানুষ। ভারত জুড়ে লকডাউন চলছে। এরই মধ্যে অসহায় মানুষকে সহযোগীতা করতে এগিয়ে এসেছেন অনকে তারকা। এবার রাস্তায় নেমে দুঃস্থদের সাহায্য করতে দেখা গেলো আরতি ক্ষেত্রপালকে। রাগিনি এমএমএস রিটার্নস সিজন টু অভিনেত্রী আরতি গোপনেই মানুষকে সহযোগীতা করে চলেছেন। এরই মধ্যে হঠাৎ করে তার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তায় দুঃস্থ, অসহায় মানুষদের সাহায্য করছেন আরতি। ক্যামেরার ফ্ল্যাশ বা প্রচার থেকে দূরে সরে এই কাজ করে চলেছেন জি ফাইভ ওয়েব সিরিজের এই অভিনেত্রী। এদিকে বলিউডের বড় বড় অভিনেতা, অভিনেত্রীরা এই লকডাউনের সময় অসহায় মানুষদের সাহায্যে নেমেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পাশাপাশি বর্তমানে আই ফর ইন্ডিয়া কনসার্টের জন্য অন্তর্জালে অনুষ্ঠান শুরু করেছেন তারকারা। কোভিড ১৯-এর মোকাবিলায় যাতে কোনওরকমের ঘাটতি না পড়ে, সেই কারণেই তারকারা এই উদ্যোগ নিয়েছেন। View this post on Instagram For everybody asking me how to Serve observing Social Distancing. 1- Get a covid-19 food distribution pass from the Govt. 2- Get food stock delivered from govt. authorised ration stores . 3- Wear fresh gloves n masks after every distribution 4- Differentiate btw the NEEDY n HOARDERS 5- Place the ration bag at a distance to avoid contact . 6- Take a shower after distribution. 7- PAY your house helps employees so that they don’t end up standing in such lines of survival. 8- If you are truly inspired by this - pls do ur bit even if that means giving a 10rs pack of tea n Biscuits or cooked food. . . Poetry by @minubakshi ji A post shared by Aarti Khetarpal (@iaartikhetarpal) on May 3, 2020 at 6:19am PDT এন এইচ, ০৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/35yAQjC
May 05, 2020 at 05:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top