চেন্নাই, ১০ জুন - নতুন জীবন শুরু হতে না হতেই ওপারের ডাক এসে গেলো তার। এমন কী প্রথম সন্তানের মুখটাও দেখে যেতে পারলেন না জনপ্রিয় কন্নড় অভিনেতা চিরঞ্জিবী সরজা। রোববার মাত্র ৩৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার বেঙ্গালুরুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নায়ক। মাত্র ২ বছর আগে মেঘনা রাজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন চিরঞ্জিবী। বর্তমানে অভিনেতার স্ত্রী ৩ মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর শেষকৃত্যের সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় মেঘনা রাজকে। স্বামীকে হারিয়ে গর্ভের সন্তানকে নিয়ে দিশেহারা মেঘনা। চিরঞ্জিবীর বেঙ্গালুরু বাগানবাড়িতে সম্পন্ন হয় তার শেষকৃত্য। আই লাভ ইউ, প্রেমা বরাহ, দন্ডম দশগুণম, বর্ধনায়ক, বায়ুপুত্রসহ অনেক কন্নড় সিনেমা অভিনয় করেছেন চিরঞ্জিবী সরজা। অভিনয় গুণেই দর্শক প্রিয় হয়ে উঠছিলেন তিনি। ক্যারিয়ারের সু-সময়ে হঠাৎ করে সবাইকে ছেড়ে চলে গেলেন অভিনেতা। তার মৃত্যুতে শোক জানাচ্ছেন সহকর্মীরা। সমবেদনা জানিয়েছেন দক্ষিণী অভিনেত্রী পিয়ামণি রাজ। এছাড়া আরও অনেকেই শোক প্রকাশ করেছেন চিরঞ্জিবীর মৃত্যুতে। এক দক্ষিণী তারকা আল্লু সিরিশ লিখেছেন, চিরঞ্জিবী সরজার আকষ্মিক মৃত্য়ুর খবরে হতবাক। মাত্র ৩৯ বছর বয়স হয়েছিল। তার পরিবারের প্রতি সমবেদনা রইল। চিরুর আত্মার শান্তি কামনা করি। এন এইচ, ১০ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2YmnjZ0
June 10, 2020 at 04:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top