ওয়েলিংটন, ২৭ জুন- করোনা মহামারিতে দিশেহারা বাংলাদেশ। দিনে দিনে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যদিও বাইরের দেশে অনেকটাই নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি। তাই বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে চিন্তায় নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডকে আরও আগেই করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে ইউনিসেফের সঙ্গে কাজ করছেন খ্যাতিমান এই অধিনায়ক। তার সাথে আরও আছেন, হেনরি নিকোলস-সোফি ডিভাইন ও ড্যানি কার্টার। সম্প্রতি সংবাদমাধ্যমের সাথে আলাপকালে ইউনিসেফের দূত উইলিয়ামসন বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কিউই অধিনায়ক বলেন, সম্প্রতি জুম অ্যাপের মাধ্যমে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে দীর্ঘ আলাপ হয়েছে আমার। এরপর আমি বুঝতে পারি, বাংলাদেশের পরিস্থিতি কতটা কঠিন অবস্থায় আছে। বাংলাদেশের মতো জনবহুল একটি দেশে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে, এমন ভয়াবহ ভাইরাসকে দূরে রাখা খুবই কঠিন কাজ। করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের খেলোয়াড়দের সাথে আলোচনা করেছেন উইলিয়ামসন। স্বাস্থ্যবিধি নিরাপদের থাকার পরামর্শও দেন তিনি, ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। আমি বিভিন্ন দেশের যাবার সুযোগ পেয়েছি। বিশ্বের নানা প্রান্তের মানুষের সাথে বন্ধুত্ব হয়েছে। করোনার পরিস্থিতিতে আমি অনেক ক্রিকেটারের সাথে কথা বলেছি। তাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপ করেছি। তাদেরকে সর্তক থাকার পরামর্শও দিয়েছি। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুব কঠিনই বটে। সূত্র : বাংলাদেশ জার্নাল এম এন / ২৭ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3dDRrok
June 27, 2020 at 07:15PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন