ঢাকা, ২২ জুলাই- অবশেষে প্রকাশ হলো নন্দিত গীতিকার, সুরকার, গায়ক, সংগীত পারিচালক কবির সুমনের কথা ও সুরে বাংলা সংগীতের যুবরাজ খ্যাত আসিফ আকবরের প্রথম গান। গানটির শিরোনাম সিরিয়ার ছেলে। গানটির সংগীতায়োজন করছেন শওকত আলী ইমন। গানটি প্রকাশ হয়েছে আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে। কে তোমার আম্মা কে তোমার বাবা, কাদের বোমায় ছিল যুদ্ধের থাবা, কাকে বলে ছেলেবেলা জানতে কি পেলে, তিন বছরের সেই সিরিয়ার ছেলে। এমনই কথার গানটি গেয়ে মুগ্ধতা ছড়িয়েছেন আসিফ। নতুন এই গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, আমার কাছে অনুভূতির সর্বোচ্চ জায়গা মানবপ্রেম। শ্রদ্ধেয় কবীর সুমন সেরকম একটি অনুভূতির গান লিখেছেন। সিরিয়ার সেই শিশুটি যে বলেছিল আল্লাহর কাছে বিচার দিবে, তাকে নিয়ে এই গানটি। অদ্ভূত আবেগপূর্ন গানটি আশাকরি সবার ভালো লাগছে। বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীত পরিচালক শওকত আলী ইমন। নিজের সুর করা গানই সংগীতায়োজন করেন তিনি। তবে এবার নিজের শিষ্য আসিফ আকবরের জন্য সংগীতায়োজন করছেন কিংবদন্তি সংগীত ব্যক্তিত্ব কবির সুমনের লেখা ও সুর করা গান। গানটি নিয়ে শওকত আলী ইমন জাগো নিউজকে বলেন, শ্রদ্ধেয় কবির সুমনের লেখা ও সুর করা একটা গানের সংগীতায়োজন করতে যাচ্ছি এটা আমার জন্য গর্বের। আসিফের গায়কী শুনে মুগ্ধ হয়েছেন কবীর সুমন। কয়েকদিন আগে তিনি বলেছিলেন, আমার জীবনসায়াহ্নে, এই বাহাত্তরে চলমান জীবনে, এ এক নতুন বর্ণময় অভিজ্ঞতা। আরও দুটি গান পাঠিয়ে দিয়েছি শিল্পীকে। তিনি শিখে নিচ্ছেন। এত মন দিয়ে, যত্ন করে শিখে নিচ্ছেন, যন্ত্রীরাও এত যত্ন নিয়ে বুঝে নিচ্ছেন আমার রচনার সঙ্গে কী বাজাতে হবে এবং কীভাবে - কী বলব। জীবনের এই সাঁঝবেলা পেরিয়ে ভারি মনোরম অভিজ্ঞতা। জনাব আসিফ আকবরের শিষ্টাচারও স্মরণীয়। শিগগিরই কবীর সুমনের কথা ও সুরে আরও দুটি গান প্রকাশ করবেন আসিফ।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3eSkqp7
July 22, 2020 at 09:52AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন