ঢাকা, ২১ জুলাই- বাংলাদেশ ও কলকাতার সিনেমায় ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলাতেই সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন তিনি। যদিও ক্যারিয়ারের শুরুটা ছোট পর্দা দিয়ে। অভিনয় করেছেন বহু নাটক ও টেলিছবিতে। তবে ইদানিং এই অভিনেত্রীকে এখন খুব একটা ছোটপর্দায় দেখা যায় না। দীর্ঘদিন পর আবারও জয়া আহসানকে দেখা যাবে টিভি নাটকে। ঈদ বিশেষ নাটক স্বপ্ন ভঙ্গতে। প্রয়াত আসফাকের রচনা ও পরিচালায় এতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন নেভিল ফেরদৌস হাসান। এতে জয়া অভিনয় করেছেন অনি চরিত্রে আর নেভিলকে দেখা যাবে সাহেদের ভূমিকায়। নাটকের গল্পে দেখা যাবে, সাহেদ ও অনির নতুন সংসার। সুখের এই সংসারে হঠাৎ ঘটে যায় মর্মান্তিক এক দুর্ঘটনা। এরপর ঘটতে থাকে নানা রকম ভৌতিক ঘটনা। তারা মুখোমুখি হয় দারোয়ান, কেয়ারটেকার ও বন্ধুদের অসামঞ্জস্য আচরণের। ভৌতিক ঘটনার মধ্য দিয়ে এগিয়ে চলে নাটকের গল্প। শেষ দৃশ্যে তারা জানতে পারে, পূর্বের ঘটে যাওয়া এক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। স্বপ্ন ভঙ্গ প্রচার হবে ঈদের সপ্তম দিন রাত ৯টায় আরটিভিতে। এম এন / ২১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3jngtMB
July 21, 2020 at 10:48AM
21 Jul 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top