চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকঘোড়াপাখিয়া গ্রামের খাইরুল আলম (৫৫) নামের এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। বুধবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে যাবার পথে সে মারা যায়।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা জাহিদ নজরুল চৌধুরী জানান, খাইরুল আলম গত ১৯ জুলাই জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন। সেদিনই তাঁর নমুনা সংগ্রহ করা হয় এবং হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। বুধবার রাতে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে অ্যাম্বুলেন্সের মধ্যেই রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে সরকারি অ্যাম্বুলেন্সে করে তাঁর মরদেহ চকঘোড়াপাখিয়া গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে এবং স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হয়েছে।
খাইরুলের করোনা পরীক্ষার নমুনার প্রতিবেদন এখনও আসেনি বলে জানান, সিএস জাহিদ নজরুল চৌধুরী।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৭-২০
from Chapainawabganjnews https://ift.tt/2CWBQDV
July 23, 2020 at 07:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.