ঢাকা, ২৮ জুলাই- সম্প্রতি ঢাকার অদূরে নারায়নগঞ্জে সম্পূর্ণ হলো টিপু আলম মিলনের গল্পে ও আল হাজেনের পরিচালনায় ঈদুল আজহার ৭ পর্বের বিশেষ নাটক জামাই বাজার ২র শুটিং। নাটকের গল্পে দেখা যাবে, দুই ভায়রা ভাই মূলত তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য এক অঘোষিত যুদ্ধে লিপ্ত হয়। দুই বোনও সমানতালে অবস্থানের দুই মেরুতে। দুই ভায়রা এবং দুই বোনের নানান কর্মকাণ্ডে পরিবারের অন্যান্য সদস্যদের জীবন দুর্বিষহ হয়ে উঠে। এখানে ছোট ভায়রা বদরুল অনেক টাকার মালিক। কিন্তু তার বয়স পঞ্চাশোর্ধ, কিন্তু সে টাকার জোরে এ পরিবারের ছোট মেয়ে ভদ্রতাকে বিয়ে করেছে এবং সার্বক্ষণিক টাকার অহংকারে ছোট ভায়রাকে সে মানুষ হিসেবে গণ্য করে না এবং নানাভাবে অবজ্ঞা করার চেষ্টা করে। আরও পড়ুন: তারা মিস্টার এন্ড মিস চাপাবাজ অন্যদিকে বড় ভায়রা পলাশ সদ্য মাস্টার্স সম্পন্ন করেছে এবং প্রেম করে বড় বোন নম্রতাকে বিয়ে করেছে এবং পলাশ তার বুদ্ধিমত্তা দিয়ে একের পর এক বদরুলের অপমানের উত্তর দেওয়ার চেষ্টা করে। গত ঈদুল আজহায় জামাই বাজার নাটকটি ব্যাপক জনপ্রিয়তা পায়। টিআরপি এবং ইউটিউবে শক্ত অবস্থান তৈরী করে নেয় নাটকটি। তখন নাটকটির তুমুল জনপ্রিয়তার কারণেই নির্মিত হয়েছে এর সিক্যুয়েল জামাই বাজার-২। গত ঈদে জামাই বাজার নাটকে রাশেদ সীমান্তের (পলাশ চরিত্রটি) বেশ কিছু সংলাপ স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়। হাজার হাজার টিকটক হয় সেই সমস্ত সংলাপ নিয়ে। বিশেষ করে শেষ দৃশ্যটি দর্শক হৃদয়ে নাড়া দিয়েছে। যেখানে বেকার পলাশ তার অসহায়ত্বের কথা সমাজের কাছে তুলে ধরে। এবারও এ নাটকটি গতবারের মতো দর্শকপ্রিয় হবে বলে আশাবাদি নির্মাতা। নাটকটিতে বড় জামাই তথা পলাশ চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত। তার বিপরীতে নম্রতা চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ। বদরুল চরিত্রটি করেছেন অলিউল হক রুমি এবং ভদ্রতা চরিত্রটি করেছেন রিমি করিম। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন- জয়রাজ, শফিক খান দিলু, হায়দার আলী, সেলি আহসান প্রমুখ। নাটকটি ঈদের সপ্তম দিন রাত ৭টা ৩০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3f8OgG1
July 28, 2020 at 09:58AM
28 Jul 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top