কেপটাউন, ১৯ সেপ্টেম্বর- দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেইট প্রদেশে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. বেলাল হোসেন ভূঁইয়া (৩৩) নামের নোয়াখালীর এক ব্যক্তি নিহত হয়েছেন। এ নিয়ে গত তিনদিনের ব্যবধানে আফ্রিকায় সন্ত্রাসীদের হাতে নোয়াখালীর দুজন নিহত হলেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টার দিকে বেথোলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. বেলাল হোসেন ভূঁইয়া বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দৌলতপুর গ্রামের মৃত তোফায়েল আহমদের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে গত ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকায় যান বেলাল হোসেন। আফ্রিকায় গিয়ে প্রথমের চাকরি করলেও পরে ফ্রি স্টেইট প্রদেশের বেথোলি এলাকায় নিজের একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন তিনি। এরই মাঝে কয়েকবার দেশেও এসেছিললেন বেলাল। সবশেষ তিন বছর আগে দেশে আসার পর পুনরায় আফ্রিকায় ফিরে যান তিনি। আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা নিহতের বড় ভাই মো. হারুন জানান, শুক্রবার সকাল ৭টার দিকে বেলালের পাশের বাংলাদেশি ব্যবসায়ী সালা উদ্দিন তাকে কল করেন। সালা উদ্দিন আমাদেরকে জানান, রাতে একদল সন্ত্রাসী বেলালের দোকানের সামনের অংশ ভেঙে ভেতরে প্রবেশ করে মালামাল লুট করতে থাকে। এ সময় দোকানের পেছনের কক্ষে ঘুমে থাকা বেলাল বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীদের বাধা দেয়। তখন সন্ত্রাসীরা তাকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই বেলালের মৃত্যু হয়। এদিকে বেলালের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বেলালের স্ত্রী মুরশিদা বেগম, দুই সন্তান, পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠেছে। নিহতের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন নিহতের পরিবার। প্রসঙ্গত, গত সোমবার রাত ৯টার দিকে দক্ষিণ আফ্রিকার নিউ ক্যাসেল শহরের ওসোজানী বক্স সেন্টারের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার শিমুলিয়া এলাকার আতি উল্যা মাস্টারের ছেলে জাহাঙ্গীর হোসেন। এম এন / ১৯ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3mxoNuM
September 18, 2020 at 08:17PM
19 Sep 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top