মুম্বাই, ২৪ জানুয়ারি- বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও তার স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন প্রায় চার দশক যাবত সংসার করছেন। তাদের দাম্পত্যে নানা ঝড়ঝাপটা, উত্থানপতন থাকলেও কখনও শোনা যায় নি, তাদের সংসারে ভাঙ্গন ধরেছে। হঠাৎ শোনা যাচ্ছে, অন্যান্য তারকা জুটিদের মত তাদের জীবনেও এসেছে বিচ্ছেদের ঝড়। তাই নাকি আলাদা বসবাস করছে অমিতাভ ও জয়া জুটি। কোন ঘনিষ্ঠ সূত্র থেকে নয়, তথ্যটি জানা গেল অমর সিংয়ের কাছ থেকে। অমিতাভ ও জয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রাজনীতিবিদ অমর সিংয়ের। বছরের পর বছর ধরে বচ্চন পরিবারের ঘনিষ্ঠ তিনি। তবে সেই বন্ধুত্বে কদিন আগে থেকে ধরেছে ফাটল। আগে একবার অমিতাভ বলেছিলেন, তিনি আমাদের বন্ধু। যা চান, বলতে পারেন। তার অধিকার আছে। এই দম্পতির সেই বন্ধুই বলেছেন, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন আলাদা থাকছেন। তিনি এও জানিয়েছেন, জয়া বচ্চনের সঙ্গে পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নাকি ভালো নয়। একবার তিনি অমিতাভ ও জয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তখন এই জুটির এক জন থাকেন প্রতীক্ষা নামের বাংলোটিতে, জনক নামের অন্য বাংলোটিতে থাকেন আর এক জন। একসময়ের পরম বন্ধু, কিন্তু আজ একে অপর মুখ পর্যন্ত দেখেন না অমিতাভ বচ্চন এবং রাজনীতিবিদ অমর সিং। শোনা যায় সমাজবাদী পার্টির সঙ্গে বিগ বি এবং জয়ার দূরত্ব বাড়ার অন্যতম কারণ এই অমর সিং। এতদিন এই নিয়ে মুখ না খুললেও, অবশেষে মিডিয়ার সামনে এক বিস্ফোরক সাক্ষাৎকার দিলেন এই রাজনীতিবিদ। অমর সিংহের দাবি সমাজবাদী পার্টির সঙ্গে বচ্চন পরিবারের দূরত্বের কারণ মোটেই তিনি নন। অমর সিংয়ের আরও দাবি, তাদের বিয়েটা অনেক বছর আগেই শেষ হয়ে গেছে। তার সঙ্গে অমিতাভের যখন দেখা হয়, তার অনেক আগে থেকেই বিগ বি-জয়া আলাদা থাকতেন। তার কথা শুনে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে, অমিতাভ-জয়ার কিংবদন্তি প্রেমের সবটাই কি তা হলে লোকদেখানো! যদিও অমর সিংয়ের এই বক্তব্যের উত্তরে অমিতাভ বচ্চন বা জয়া বচ্চন এখনও কিছু বলেননি। সূত্র- ডিএনএ আর/১০:১৪/২৪ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jtv8GN
January 25, 2017 at 05:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top