মুম্বাই, ১৭ ফেব্রুয়ারি- ভারতের জনপ্রিয়তম রাষ্ট্রপতি ছিলেন তিনি। অথচ, তিনি রাজনীতির মানুষই নন। গবেষণা ও শিক্ষকতাতেই কেটেছে তার গোটা জীবন। প্রযুক্তির প্রাণপুরুষও বলা হয় তাকে। এই অনুসরনীয় ব্যক্তিত্ব এপিজে আব্দুল কালামকে নিয়ে এবার সিনেমা তৈরি হচ্ছে বলিউডে। রামেশ্বরমের দরিদ্র পরিবারের আব্দুল কালামের বড় হয়ে ওঠার প্রতিটি ধাপই শিক্ষণীয়। প্রগাঢ় পাণ্ডিত্য থাকলেও তার সরল জীবনযাপন ছিলো ব্যতিক্রমী। তার নানান উক্তিতে প্রাণিত হয় মানুষ। এর সবই তুলে আনা হবে রূপালি পর্দায়। তবে আব্দুল কালামের এই বায়োপিক তৈরি হবে ইংরাজিতে। সম্প্রতি এই বায়োপিকের প্রথম পোস্টার নিজের টুইটারে শেয়ার করেছেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ। সূত্রের খবর, সিনেমার কাজ খুব তাড়াতাড়িই শুরু হবে। মারাঠি পরিচালক প্রমোদ গোরে এই বায়োপিকটি তৈরি করছেন। তবে এই সিনেমাটিতে কারা কারা অভিনয় করছেন বা সেটি কবে মুক্তি পাবে এ নিয়ে এখনও কোনো খবর প্রকাশ্যে আসেনি। আর/১০:১৪/১৭ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2m3yhxN
February 18, 2017 at 05:44AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top