ঢাকা, ১৬ মার্চ- চলচ্চিত্রের হাওয়া বদলাচ্ছে। আর সংশ্লিষ্টদের চিন্তা-ভাবনার পরিবর্তনও হচ্ছে একইসাথে। প্রতিমাসেই চলচ্চিত্র মুক্তি। ঢাকা ও ঢাকার বাইরের হলগুলোতে টিকেট কাটার লাইনও বড় হচ্ছে। তাই বলাই যায়, দেশের চলচ্চিত্র নিয়ে আবারো স্বপ্ন দেখা শুরু করেছেন তরুণরা। ঢাকাই চলচ্চিত্রের তরুণ চিত্রনায়িকা আইরিন সুলতানা। র্যাম্প থেকে চলচ্চিত্রে এসেছেন এই জায়গাটাকে ভালোবেসেই। আলোচিত নায়িকা হিসেবে না হলেও নিজের ক্যারিয়ারটা বেশ ভালোভাবেই এগিয়ে নিচ্ছেন তিনি। ছবিগুলো দর্শকপ্রিয়তাও পাচ্ছে। আর নিয়মিত চলচ্চিত্রের সাথে যুক্ত থেকে কাজ করাটাও চ্যালেঞ্জের একটি বিষয়। আইরিন বলেন, বিগত কয়েকবছর ধরেই আমাদের চলচ্চিত্রের অবস্থা উন্নতির পথে। গতবছরটা বেশ ভালো একটা সময় কেটে গেল। এ বছরটাও ভালো যাচ্ছে। সবদিক থেকে চলচ্চিত্রে সুবাতাস বইছে। আর নিয়মিত অভিনয় করছি এটাই কম কি! চলচ্চিত্র নির্মাণ পরিকল্পনাতেও পরিবর্তন এসেছে। তাই ইতিবাচক পথেই এগুচ্ছি আমরা। এফ/২১:৫০/১৬ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2n3hDSR
March 17, 2017 at 03:50AM
16 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top