মুম্বাই, ১৪ এপ্রিল- ফোর্বসের অনূর্ধ্ব ৩০ বিশ্বসেরাদের তালিকায় নাম এল ২৪ বছর বয়সী আলিয়া ভাটের। ফোর্বস যে তালিকা প্রকাশ করেছে, আলিয়া ভাটের নাম রয়েছে সেখানে বিনোদনের বিভাগে। এটা এই অভিনেত্রীর আপাত জীবনের অন্যতম সেরা গর্বের প্রাপ্তিও বটে। ফোর্বস ম্যাগাজিনে আলিয়ার নামের পাশে লেখা রয়েছে, ভারতের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট ইতিমধ্যে ২০টিরও বেশি সুপার হিট ফিল্মে অভিনয় করেছেন। যার মধ্যে অন্তত হাফ ডজন সিনেমা এমন যেগুলো প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে ১৫ মিলিয়ন ডলারের উপর ব্যবসা করেছে। ভারতে তো বটেই, গোটা বিশ্বেই রয়েছে তাঁর ফ্যান। ২০১৬ সালে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও জিতেছেন। আর ২০১২ তে তিনি মাত্র ১৮ বছর বয়সেই লিড রোলে অভিনয় শুরু করেছেন। ফোর্বসের পাতায় আলিয়ার এত সুনাম, তাঁকে নিশ্চয়ই আগামিদিনে আরও এগিয়ে যেতে প্রেরণা জোগাবে। আর/১০:১৪/১৪ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oyYclh
April 15, 2017 at 04:54AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top