ঢাকা,০৪ জুলাই- এবারের ঈদে লন্ডনে ছিলেন শাকিব খান। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র নবাব ও রাজনীতি। দর্শকদের কাছে কৃতজ্ঞতা জানাতে এবং ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্যই শাকিব আয়োজন করেছেন সংবাদ সম্মেলন। আজ মঙ্গলবার(৪ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর গুলশানের একটি রেস্তুরায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাকিব। শাকিব খান বলেন, আজকের আয়োজনটি সাংবাদিক ও আমার দর্শকদের জন্য। ঈদে আমার অভিনীত দুটো ছবি ভালো সাড়া ফেলেছে। তবে দেশের বাইরে শুটিংয়ে থাকার কারণে আমি সেভাবে সিনেমা হলগুলোতে যেতে পারিনি। আবার শুটিংয়ের জন্য দেশের বাইরে যেতে হবে তাই আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে দর্শকদের ধন্যবাদ জানানোর জন্য আজকের এ ক্ষুদ্র আয়োজন। কিছু দিন আগে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের রাতে শাকিব খানের উপর হামলা করা হয় এবং সম্প্রতি মধুমিতা সিনেমা হলের মালিকের উপর হামলার বিষয়ে কথা বলেন শাকিব। তিনি বলেন, এ ধরনের ঘটনা কারো জন্যই কাম্য না। চলচ্চিত্রের শুটিংয়ের জন্য আমাকে বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতে হয়। আমি থানায় এ নিয়ে জিডি করেছি। আপনারা সেখান থেকেই বিস্তারিত জানতে পারবেন। সম্প্রতি মধুমিতা সিনেমা হলের মালিকের উপরে হামলা হয়েছে। সর্বোপরি যে ধরনের ঘটনা চলছে তা সত্যি দুঃখজনক। তিনি আরো বলেন, উচ্ছৃঙ্খলকারীদের নিয়ে আমার কিছুই বলার নেই। আপনারাই এসব সামনে তুলে আনবেন এ দায়িত্ব আপনাদেরই। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের প্রতি আমার আস্থা রয়েছে। যারা ভালো কাজ করছেন তাদের প্রতি সরকার সুদৃষ্টি দেবে বলে আমার বিশ্বাস। শাকিব বলেন, আমি সিনেমা করছি আমার দর্শক, ইন্ডাস্ট্রির, সংস্কৃতির জন্য। দেশের মানুষ সিনেমা হলে আসছেন সিনেমা দেখছেন এটাই তো বড় জবাব। এ নিয়ে আমি আর কোনো কথাই বলতে চাই না। এ নিয়ে কে কি বললেন তা নিয়ে আমি ভাবছি না। আজকে যখন যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছি তখন আমি কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। আর পক্ষ বিপক্ষ নিয়ে একদম ভাবছি না। এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। সম্প্রতি দেশীয় চলচ্চিত্রের ১৬টি সংগঠনের সম্মিলিত প্লাটফর্ম চলচ্চিত্র ঐক্যজোট শাকিব খানকে বয়কটের ঘোষনা দিয়েছে। এ প্রেক্ষিতে কোন মন্তব্য করেন নি শাকিব। এছাড়া শাকিবের সমালোচনা করে চিত্রনায়িকা নিপুণ ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। এ বিষয়েও তেমন কোন কথা বলেন নি ঢালিউড তারকা শাকিব। নিজের কাজটি মনোযোগ দিয়ে করতে চান। এ ব্যাপারে সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। এআর/১৯:১৫/০৪ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tMocNL
July 05, 2017 at 01:16AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top