ঢাকা, ০৮ সেপ্টেম্বর- চিত্রনায়ক আলমগীরের একটি সিনেমার গল্প চলচ্চিত্রে বেশ আগেই চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটির শুটিংয়ে অংশ নিতে শনিবার ঢাকায় আসছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন আলমগীর। বললেন, সকালের একটি ফ্লাইটে ঋতুপর্ণা ঢাকায় নামবে। কালই শুটিংয়ে অংশ নেবেন তিনি। দুপুর নাগাদ এফডিসিতে ছবির শুটিং শুরু হবে। চলবে টানা ১৫ দিন। সিনেমায় ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করছেন আরিফিন শুভ। তিনি বললেন, ঋতুপর্ণার সঙ্গে আমার জুটিটা দর্শকরা ভালোভাবে গ্রহণ করবে বলে আশাকরি। পুরো একটি সিনেমার গল্প নিয়েই সাজানো হয়েছে চলচ্চিত্রটির গল্প। চিত্রনায়ক আলমগীর পরিচালনার পাশাপাশি নিজেও অভিনয় করছেন ছবিতে। তার পরিচালিক ষষ্ঠ সিনেমা এটি। নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আলমগীর আগে পাঁচটি চলচ্চিত্র নির্মাণ করেছেন নিষ্পাপ, নির্মম, বৌমা, মায়ের দোয়া ও মায়ের আশীর্বাদ। শুরুতে যৌথ প্রযোজনায় ছবিটির শুরুর ঘোষণা দেয়া হলেও পিছু হটে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্ট থেকেই করছেন কাজটি। আর/১০:১৪/০৮ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2f94i6E
September 09, 2017 at 04:30AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top