ঢাকা, ৩০ মে- ঈদকে কেন্দ্র করে চলছে নাটক বানানোর হিড়িক। প্রতিবছরই ঈদ আসলে সরব হয়ে ওঠে মিডিয়া পাড়া। এবার ঈদের জন্য ব্যতিক্রমধর্মী গল্প নিয়ে ওরে বাবা মান সম্মান শিরোনামে একটি নাটক নির্মাণ করেছেন গুণী অভিনেতা-নির্মাতা কচি খন্দকার। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাটকের গল্পে দেখা যাবে, মোশারফ করিম একজন মফস্বলের ছেলে। বরাবরই তার নাটকের গল্পটি মফস্বলকে কেন্দ্র করেই গড়ে ওঠে। গল্পে দুই ভাই মো. মান্নান ও মো. হান্নান। হান্নানের অনেক বেশি মান সম্মান। মান সম্মানের কারণে সে কিছুই করতে পারে না। এজন্য জীবনে সে একটি প্রেমও করতে পারেনি। এমন ব্যতিক্রম স্বভাবের হওয়ার কারণে এলাকার আরেক ব্যক্তি তাকে দীর্ঘ সময় পর্যবেক্ষণ করে। এক সময় সে বুঝতে পারে, অতিরিক্ত মান সম্মানের কারণে হান্নান কিছুই করতে পারছে না। তারপর তাকে সংশোধন করে এবং বলে, এত মান সম্মান নিয়ে মানুষ বাঁচতে পারে না। এরপর তাকে স্বাভাবিক এবং জীবনমুখী করে। নির্মাতা কচি খন্দকার বলেন, মো. মান্নান ও মো. হান্নানের নামের শেষে দন্তন্য থাকারও একটি কারণ রয়েছে। গল্পে দেখা যায়, তাদের দাদার নাম মো. তুফান, বাবার নাম শাহজাহান। এটা তাদের পৈতৃক ঐতিহ্য। সম্মান শব্দের সঙ্গে দন্তন্য-এর একটা সম্পর্ক রয়েছে। আর তা ধরে রাখতেই তারা নামে দন্তন্য ব্যবহার করে। তাছাড়া এলাকায় একটি মেয়ে আসে। ওই মেয়েটিকে বড় ভাই মান্নান পছন্দ করে। এ নিয়ে ছোট ভাই হান্নান সমস্যা তৈরি করে। এরপর নানারকম হাস্যরসাত্মক ঘটনাও ঘটে। তবে বাকিটা জানার জন্য ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এই নাটকে মো. মান্নানের চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার। হান্নান চরিত্রে মোশাররফ করিম। পর্যবেক্ষণ করা ব্যক্তির চরিত্রে আছেন শহীদুল্লাহ। আর মেয়েটির চরিত্রে দেখা যাবে অভিনেত্রী হিমিকে। ঈদে একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচার হবে। সূত্র: একুশে টিভি এমএ/ ১১:২২/ ৩০ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IYRwog
May 31, 2018 at 05:25AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন