অভিনেত্রী জয়া আহসান এবার চলচ্চিত্র প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে দেবী নামের ছবিতে মিসির আলী চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। এটুকু তথ্য অনেকেই জানেন। নতুন খবর হলো, আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে দেবী। অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন আজ (১ জুন)। এই বিশেষ দিনেই জানা গেল দেবী মুক্তির তারিখ। জয়া আহসান বলেন, `আজ আমাদের মিসির আলি চঞ্চল চৌধুরীর জন্মদিন। তাকে জানাই অফুরন্ত শুভেচ্ছা। সেইসঙ্গে চঞ্চল চৌধুরী তার ভক্ত-দর্শকদের এই বিশেষ দিনে দিয়েছেন এক বিশেষ উপহার। দেবীর প্রযোজক জয়া আরও বলেন, `সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চঞ্চল চৌধুরী জানিয়েছেন বহুল প্রতীক্ষিত দেবী ছবির সম্ভাব্য মুক্তির তারিখ। হুমায়ূন আহমেদের দেবী নিয়ে প্রথম চলচ্চিত্র যারা দেখতে চান। অনম বিশ্বাসের প্রথম চলচ্চিত্র পরিচালনা যারা দেখতে চান। আমার প্রযোজিত প্রথম চলচ্চিত্র যারা দেখতে চান, তাদের অপেক্ষার পালা শেষ। চঞ্চল বলেন, `শিল্প এমনি এমনি বাঁচে না। শিল্প বাঁচে পৃষ্ঠপোষকতায়। আর দর্শক যেকোনো শিল্পের পৃষ্ঠপোষক। আশা করা যায় সব শ্রেণির দর্শক দলে দলে ৭ সেপ্টেম্বর থেকে দেবী দেখতে প্রেক্ষাগৃহে আসবেন। এই অভিনেতা আরও বলেন, আমরা একটি খারাপ সময়ে দাঁড়িয়ে আছি। সব সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। দূরত্ব তৈরি হচ্ছে। পাশের মানুষগুলোকে ভালোবাসতে হবে। পাশের মানুষ যেন দূরে সরে না যায়। সবাইকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, আত্মকেন্দ্রিক চিন্তা থেকে বেরিয়ে এসে যেটা করলে পরিবারের মঙ্গল হয়, দেশের মঙ্গল হয়, সেটিই করতে হবে। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস দেবী অবলম্বনে অনম বিশ্বাস পরিচালিত দেবী বাংলাদেশ সরকারের আর্থিক অনুদানে নির্মিত হয়েছে। এ ছবির অন্যতম প্রযোজক জয়া আহসান এ মুহূর্তে ভারতে অবস্থান করছেন কৌশিক গাঙুলি পরিচালিত বিজয়া চলচ্চিত্রের শুটিংয়ে। সেখান থেকে তিনি বলেন, দেবী এমন একটি চলচ্চিত্র, যে চলচ্চিত্রের ওপর দর্শকের অনেক বেশি আশা। এটি খুব স্বাভাবিক। আর এ কারণেই দেবী মুক্তি নিয়ে আমরা কোনো তাড়াহুড়ো করতে চাই না। সবকিছু ঠিক থাকলে কোরবানি ঈদের ঠিক পরপরই দেবী মুক্তি দেবার ইচ্ছে রাখি। আশা করছি আমার প্রিয় ভক্ত-দর্শকরা দেবীর সঙ্গে থাকবেন। দেবী চলচ্চিত্রে চঞ্চল চৌধুরী, জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/০১ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2soFdeq
June 02, 2018 at 12:43AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন