ঢাকা, ১৮ অক্টোবর- বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবির দলনেতা ও লিড গিটারিস্ট আইয়ুব বাচ্চু মারা গেছেন। বৃহস্পতিবার সকালে নিজ বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। এরপর স্কয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তার ভক্ত। হাসপাতালে ছুটে যান তারকারাও। সেখানে কথা বলেন আরেক সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ। তিনি বলেন, আইয়ুব বাচ্চু আমাকে বড় ভাইয়ের সম্মান দিতো। বাসায় আসা-যাওয়া ছিল ভাইয়ের মতোই। অনেক স্মৃতি জড়িয়ে। ওর জন্য সঙ্গীতাঙ্গন এগিয়েছে বহুদূর। বাচ্চুর মৃত্যুর খবরে হাসপাতালে আসার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ফেরদৌস ওয়াহিদ বলেন, আইয়ুব বাচ্চুর সাথে আমার পরিচয় আশির দশকে। গানের কারণেই আমার সাথে ওর গভীরতা। সারাটি জীবন ও ছিল গানের পাগল, গিটারের পাগল। ওর গানগুলো যেমন ভালো, তারচেয়েও ভালো ছিল ওর মন। ওকে এভাবে হারাবো চিন্তাতীত। বাচ্চুদের জন্ম বারবার হয় না। ওর শূন্যতা কাটানো সম্ভব না। সবাই দোয়া করবেন, বাচ্চু ভালো থাকুক। এমএ/ ০৪:১১/ ১৮ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2AhyebQ
October 18, 2018 at 10:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top