মুম্বাই, ০৩ মার্চ- বলিউডের জনপ্রিয় নায়িকা কারিনা কাপুর। তিনি বিয়ে করেছেন নায়ক সাইফ আলী খানকে। এই নায়িকার ডাক নাম বেবো। তাদের ঘরে এক পুত্রসন্তানও রয়েছে। কিন্ত একটা সময় এই কারিনাই ভারতের এক সুদর্শন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ডেট করতে চেয়ে ঝড় তুলেছিলেন? ইন্ডিয়া টুডে জানায়, ২০০০ সালে রিফিউজ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে কারিনা কাপুরের। ওই সময় ছবিটির হালহলিকত ও তার ব্যাক্তিগত বিষয় নিয়ে একটি সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সাক্ষাৎকারে ভারতের কংগ্রেসের প্রধান রাহুল গান্ধীর প্রসঙ্গও উঠে আসে। এ প্রসঙ্গে কারিনা বলেন, আমি কী বলব? জানি না এটা বলা উচিত হবে কি না। এটা বিতর্কিত বিষয় হতে পারে। কিন্তু যার সঙ্গে ডেট করতে চাই, তার নাম রাহুল গান্ধী। ওর সঙ্গে ডেটে যেতে আমার কোনো সমস্যা নেই। আমি ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে আর ওর রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড। আমার-তো মনে হয় আমাদের মধ্যে কথোপকথন হলে সেটা ভালোই হবে। পরে অবশ্য নিজের এই বক্তব্য অস্বীকার করেন কারিনা। তিনি বলেন, অনেক আগে আমি এটা বলেছিলাম, কারণ আমাদের দুজনের পদবিই খুব জনপ্রিয়। রাহুলকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পেলে আমার ভালো লাগবে। কিন্তু ওর সঙ্গে ডেট করতে চাই না। এন এ / ০৩ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2SAGI3y
March 03, 2019 at 06:44PM
03 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top