মুম্বাই, ২৫ জানুয়ারি - ভারতের নির্ভয়া ধর্ষণ মামলায় নির্যাতিতার মা-বাবার কাছে চার ধর্ষককে ক্ষমা করার অনুরোধ জানিয়েছেন দেশটির প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত ইন্দিরার কঠোর সমালোচনা করে বলেছেন, তাকে ওইসব ধর্ষকদের সঙ্গে চার দিন জেলে রেখে দেয়া উচিত। তিনি কেমন নারী, যে ধর্ষকদের প্রতি সমব্যথী? তার মতো নারীরাই রাক্ষসের জন্ম দেন। সম্প্রতি ভারতের সোশ্যাল মিডিয়ায় তার এমন বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর স্বামী রাজীব গান্ধীর খুনিকে ক্ষমা করে দেয়া প্রসঙ্গ তুলে ইন্দিরা টুইটারে নির্ভয়ার মাকে বলেছিলেন, আমরা আপনার কষ্ট বুঝতে পারছি। আপনার সঙ্গেই রয়েছি। তবে সোনিয়া গান্ধী যেমন রাজীব গান্ধীর আততায়ী নলিনীকে ক্ষমা করে দিয়েছিলেন, সেই রকম নির্ভয়ার মায়েরও উচিত ধর্ষকদের ক্ষমা করে দেয়া। তার এমন মন্তব্যে সংবাদমাধ্যমের সামনেই কান্নায় ভেঙে পড়েন নির্ভয়ার মা আশা দেবী। তিনি বলেন, কে ইন্দিরা জয়সিংহ? উনি আমাকে পরামর্শ দেয়ার কে? গোটা দেশ যখন ধর্ষকদের ফাঁসি চাইছে, তখন বুঝতে পারছি তার মতো কয়েক জনের জন্যই ধর্ষণের শিকার নারীরা এদেশে যথাযথ বিচার পান না। নির্ভয়ার মা জানান, টানা সাত বছর ধরে মামলা চলার সময় সুপ্রিম কোর্টে প্রবীণ অ্যাডভোকেট ইন্দিরা জয়সিংহের সঙ্গে তার বেশ কয়েক বার দেখা হয়েছে। কীভাবে দিন কাটাচ্ছেন তিনি, তা একবারও জানতে চাননি ওই নারী আইনজীবী। এন এইচ, ২৫ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2TVmRAz
January 25, 2020 at 06:54AM
25 Jan 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top