ঢাকা, ১৬ জুলাই- প্রতিনিয়ত ভাঙনের বিপরীতে ঢালিউডে সুখী দম্পতির নাম মোস্তফা সরোয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। যাদের একজন বিখ্যাত পরিচালক, অন্যজন জনপ্রিয় অভিনেত্রী। ঢালিউডের এই জুটি প্রেম করে ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। আজ তাদের বিয়ের দশ বছর পূর্তি হলো। বিয়ে বার্ষিকীর এদিনে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন এ দম্পতি। বিয়ের এই দিনটিকে ঘিরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ফারুকী। নিজের বিয়ে নিয়ে বেশ কিছু আবেগ মেশানো মজার তথ্য শেয়ার করেছেন ডুব খ্যাত এই নির্মাতা। ফারুকী লিখেছেন, দশ বছরে অনেককিছু বদলে গেছে। আমার দাড়ি ধুসর হয়েছে, লিভারপুল চ্যাম্পিয়ন হয়েছে, করোনাভাইরাস এসেছে। অনেককিছু বদলেছে। কিন্ত আমাদের ভালোবাসাটা আগের মতোই রয়েছে। ফারুকীর সেই স্ট্যাটাসের মন্তব্যের বাক্স শুভেচ্ছাবার্তায় ভেসে গেছে। ফারুকী অনেকের শুভেচ্ছাবার্তার জবাবও দিয়েছেন। প্রসঙ্গত, মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত পারাপার টেলিফিল্মে কাজ করতে গিয়ে তিশার সঙ্গে চেনাজানা শুরু। সিক্সটি নাইন নাটক করতে গিয়ে ভালো বন্ধুত্ব তৈরি হয়। বন্ধুত্ব থেকে প্রেম। দীর্ঘদিনের সে প্রেম ২০১০ সালে পরিণতি পায় বিয়েতে। আর/০৮:১৪/১৬ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ZxPvKl
July 15, 2020 at 10:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top