মুম্বাই, ০৯ সেপ্টেম্বর- কঙ্গনা রনৌত শুধু বলিউডের মাফিয়া চক্রকে নয়, মহারাষ্ট্র সরকারকেও কাঁপিয়ে দিলেন। রাজ্য সরকারের সঙ্গে তার দ্বন্দ্বের চরম পর্যায়ে এবার মুম্বাই পৌরসভা সামান্য ছুতা ধরে গুড়িয়ে দিয়েছে মণিকর্ণিকার অফিসের একাংশ। মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্দেশে বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে কঙ্গনার অফিস গুড়িয়ে দিতে বুলডোজার নিয়ে উপস্থিত হয় মুম্বাই পুলিশ। তবে কঙ্গনার অফিস সম্পূর্ণ গুড়িয়ে দেওয়ার আগেই মুম্বাই হাইকোর্ট এই ধ্বংস কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেন। তবে এর মধ্যেই ভেঙে ফেলা হয়েছে কঙ্গনার অফিসের বেশ কিছু স্থাপনা। বুধবার দুপুর থেকে পালি হিলে কঙ্গনার মণিকর্ণিকা ফিল্মসের দফতর ভাঙার কাজ শুরু করেছিল বৃহন্মুম্বাই পৌরসভা। তবে আপাতত সেই কাজ বন্ধ রাখতে হবে তাদের। সেই সঙ্গে মুম্বাই পৌরসভার সিদ্ধান্তের বিরুদ্ধে এ দিন আদালতে যে আবেদন জমা দিয়েছেন কঙ্গনা, তার জবাব দিতে বৃহন্মুম্বাই পৌরসভাকে নির্দেশ দিয়েছেন আদালত। মহারাষ্ট্র সরকারের সঙ্গে দ্বন্দ্ব জিইয়ে রেখে আজই মুম্বাই ফিরেছেন কঙ্গনা। এর মধ্যেই এ দিন দুপুরে তার সাধের অফিস ভাঙতে শুরু করে দেয় বৃহন্মুম্বাই পৌরসভা (বিএমসি)। তা নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেত্রী। তাতে সাড়া দিয়ে এ দিন নির্মাণ ধ্বংসের উপর স্থগিতাদেশ দেয় আদালত। বেআইনি নির্মাণের অভিযোগ তুলে একদিন আগে পালি হিলে কঙ্গনার মণিকর্ণিকা ফিল্মসের একটি দফতরের বাইরে নোটিস ঝুলিয়ে দেয় বিএমসি। নোটিশে বলা হয়, কঙ্গনার অফিসের রান্নাঘর ও বাথরুম বিনা অনুমতিতেই একস্থান থেকে আরেকস্থানে সরানো ও নির্মাণ করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে সেই নোটিসের জবাব দিতে বলা হয়েছিল অভিনেত্রীকে। বুধবার সকালে তার জবাবও দেন কঙ্গনা। কিন্তু তাতে সন্তুষ্ট নয় কর্তৃপক্ষ। এদিন দুপুরেই বুলডোজার নিয়ে অফিস ভাঙার কাজ শুরু করে দেয় বিএমসি। ওই অফিসের বাইরে মোতায়েন করা হয় পুলিশ বাহিনীও। আরও পড়ুন- কঙ্গনাকে নিয়ে বিমানবন্দরে পক্ষে-বিপক্ষে স্লোগান সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে রিয়া চক্রবর্তীর প্রতি মুম্বাই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কঙ্গনা রনৌত। মহারাষ্ট্র রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সঞ্জয় রাউতের সঙ্গেও বাকযুদ্ধে লিপ্ত হয়েছিলেন বলিউডের কুইন। এমনকি এসব মিলিয়ে তিনি মুম্বাইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে আবারও রাজ্য সরকারের তোপের মুখে পড়েন কঙ্গনা। একের পর এক তার ওপর হুমকি আসতে থাকে। রাজপথে কঙ্গনার ছবি নিয়ে বিক্ষোভ করে শিবসেনা। এই প্রেক্ষিতে কঙ্গনার নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকার ওয়াই-ক্যাটাগরির নিরপত্তা ব্যবস্থা করে। আডি/ ০৯ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3hc0puP
September 09, 2020 at 03:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top